নয়াদিল্লি: করোনা বিধি-নিষেধের কারণে কাটছাঁট হয়েছে আয়োজনে। কিন্তু ভাঁটা পড়েনি উৎসাহ-উদ্দীপনা আর অভিনবত্বের চমকে। দক্ষিণ দিল্লির জিকে টু-এর পুজো এবার নজর কেড়েছে মণ্ডপ আর প্রতিমায়। বড় প্যান্ডেল, বড় প্রতিমার ভিড় থেকে সরে এসে দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের দুর্গাপুজো এবার ‘মিনিয়েচার’ ফর্মে। আড়াই ফুটের দুর্গা প্রতিমা ছোট্ট ছিমছাম মণ্ডপে।
গ্রেটার কৈলাস টু-র পুজো কমিটির উদ্যোক্তা সমীর বন্দ্যোপাধ্যায় জানান, করোনা বিধি-নিষেধের কথা মাথায় রেখেই আমরা এবার পুজোয় নতুন কিছু করতে চেয়েছিলাম। সেপ্টেম্বরেই আমাদের প্রতিমা তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন : দশাই উৎসবে শুভেচ্ছা বার্তা অভিষেকের
দেবী মূর্তি এবং মণ্ডপ ছোট হলেও পুজোর ঐতিহ্য, পরম্পরা, রীতিনীতি পালনে কোনও খামতি ছিল না। দশমীর বিসর্জনেও থাকছে অভিনবত্ব। দুর্গা প্রতিমাকে দিল্লির যমুনায় বিসর্জন না দিয়ে মাকে নিয়ে উদ্যোক্তারা রওনা দেবেন বৃন্দাবনে।