সংবাদদাতা, সাগর : বৃহস্পতিবার ভোররাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া বামনখালি বাজারের দোকানদারদের পাশে দাঁড়ালেন স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ও ব্লক প্রশাসন। গতকাল সকালেই দুর্ঘটনার পর মন্ত্রী বঙ্কিম হাজারা ঘটনাস্থলে এসে ক্ষতিঘ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাঁদের দ্রুত সাহায্যের আশ্বাস দিয়ে যান।
আরও পড়ুন-এমপি কাপে শেষ চারে মল্লিকপুর ও হরিণডাঙা
শুক্রবার ফের রুদ্রনগরে পৌঁছে ক্ষতিগ্রস্ত ৯ দোকানমালিককে আর্থিক সাহায্য ও ত্রাণ তুলে দেন তিনি। বিধায়ক ভাতার টাকায় প্রত্যেককে ১০ হাজার ও ব্লক বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ১০ হাজার মোট ২০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। সঙ্গে প্রত্যেককে ত্রাণের প্যাকেট। আগুনে এক দোকানির পরিবারের পুড়ে যাওয়া আধারকার্ড ও গুরুত্বপূর্ণ নথি তৈরি করে দেওয়ার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মন্ত্রী বলেন, ‘বেশির ভাগই চা, মিষ্টি ও শাড়ির দোকানি। সরকার ও প্রশাসন পাশে আছে। সবরকম সাহায্য করা হবে।’