স্কুল গেমসে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির জয়জয়কার, শুভেচ্ছা ক্রীড়ামন্ত্রী অরূপের

Must read

প্রতিবেদন : ৬৮তম রাজ্য স্কুল গেমসে চমক দিল রাজ্য ক্রীড়া দফতর পরিচালিত ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি (Bengal Archery Academy)। রাজ্য স্কুল গেমস ২০২৪-এ ৪টি সোনা, ৮টি রুপো এবং ৬টি ব্রোঞ্জ-সহ মোট ১৮টি পদক জিতল অ্যাকাডেমির তিরন্দাজরা। একই সঙ্গে আসন্ন জাতীয় স্কুল গেমসের আর্চারি বিভাগে বাংলা থেকে যে ৪৮ জন প্রতিযোগী সুযোগ পেয়েছেন তাঁদের মধ্যে ২৩ জনই ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির (Bengal Archery Academy) ছাত্র। এই নজরকাড়া সাফল্যে অ্যাকাডেমির প্রতিযোগী, কোচ, সাপোর্ট স্টাফ-সহ সকল কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় স্কুল গেমসেও অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা বাংলার মুখ উজ্জ্বল করবে। ৬৮তম রাজ্য স্কুল গেমসে শুধু ১৮টি পদক জেতাই নয়, দল হিসেবেও এক নম্বর জায়গাটাও ছিনিয়ে নিয়েছে বেঙ্গল আর্চারি অ্যাকাডেমি। পাশাপাশি পুরুষ ও মহিলাদের দলগত বিভাগেও সেরার শিরোপা পেয়েছেন অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরা। আগামী ১১ নভেম্বর থেকে গুজরাতের নাদিয়াদে বসছে ৬৮তম জাতীয় স্কুল গেমসের আসর। সেখানে আর্চারি বিভাগে এ রাজ্য থেকে অংশগ্রহণকারী মোট ৪৮ জন প্রতিযোগীর মধ্যে ২৩ জনই রাজ্য সরকার পরিচালিত এই অ্যাকাডেমির ছাত্রছাত্রী। এঁরা হলেন সায়ন সামন্ত, মহম্মদ কামরান, রাজু সরকার, অভিজিৎ সরদার, অঞ্জলি কুমারী, অণ্বেষা মণ্ডল, পৌলোমী বোনু, অরূপ কুজুর, আশু মিনজ, রঞ্জিত খালকো, সজিয়া কুরেশি, বিদিশা রায়, পিউ রায়, করণ রায়, কাশীরাম হাঁসদা, রঞ্জনা কুমারী, মহম্মদ রেহান খান, অভিনা রায়, সঞ্জিত মার্ডি, তাপস মাহাতো, অনিমেষ রায়, জ্যোৎস্না হাঁসদা ও রেখা মাহাতো।

আরও পড়ুন- কপিলের শোয়ে রবীন্দ্রনাথকে নিয়ে ঠাট্টা, বাংলা ভাষার অপমানে প্রতিবাদ শ্রীজাতর

Latest article