সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কুমারগ্রামে যান মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন তিনি। দুর্গতদের সঙ্গে কথা বলেন। দুর্যোগে প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন অরূপ। মন্ত্রীর সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের প্রার্থী প্রকাশচিক বড়াইক।
রবিবার রাতের দুর্যোগে আলিপুরদুয়ারের কুমারগ্রামের প্রায় ৩০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার দুপুরের চড়া রোদ উপেক্ষা করেই মন্ত্রী ২০টি ক্ষতিগ্রস্ত বাড়িতে পৌঁছে যান। প্রত্যেকের পাশে থাকার কথা দেন। উল্লেখ্য, রবিবার বিকেলে কয়েক সেকেন্ডের ঝড়ে একপ্রকার ধ্বংস হয়ে যায় জলপাইগুড়ির ময়নাগুড়ির একাধিক এলাকা। রাতেই জলপাইগুড়ি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের বাড়িতে যান। দুর্গতদের সঙ্গে কথা বলেন।
সোমবার সকালে আলিপুরদুয়ারে আসেন মুখ্যমন্ত্রী। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় যান। তপসিখাতার ত্রাণশিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন। এখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে মন্ত্রী অরূপ বিশ্বাসকে (Aroop Biswas) ক্ষতিগ্রস্ত কুমারগ্রামে যাওয়ার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশমতোই মন্ত্রী মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছন।
আরও পড়ুন- বিরোধীদের দাবির মান্যতা সুপ্রিম কোর্টে, ভিভিপ্যাটের সঙ্গে নথি মেলানোর মামলায় কমিশনকে নোটিশ