কোন এলাকায় কী প্রয়োজন, ম্যাপ তৈরি করে সমাধানের আশ্বাস মন্ত্রীর

কোন এলাকায় কী প্রয়োজন? বাসিন্দারা কী চাইছেন? একেবারে ম্যাপ তৈরি করে শিবিরে সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী বেচারাম মান্না।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি: কোন এলাকায় কী প্রয়োজন? বাসিন্দারা কী চাইছেন? একেবারে ম্যাপ তৈরি করে শিবিরে সমাধানের আশ্বাস দিলেন মন্ত্রী বেচারাম মান্না। বুধবার জলপাইগুড়িতে। এদিন মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েত ও মাটিয়ালি হাট গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির। বৃষ্টিকে উপেক্ষা করে উপচে পড়ে মানুষের ভিড়। দুটি বুথের মাঝে আয়োজিত এই শিবিরে সাধারণ মানুষের সাথে মিশে যান রাজ্যের কৃষি ও পঞ্চায়েত দফতরের মন্ত্রী বেচারাম মান্না। সরকারি আধিকারিকদের সঙ্গে স্থানীয় মানুষ সরাসরি তাদের সমস্যা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের আশ্বাস পান। এই এলাকার সবচাইতে বেশি সংখ্যক মানুষ নেপালি ভাষাভাষী। তাই শিবিরের সূচনাতেই নেপালি ভাষা দিবস উপলক্ষে মন্ত্রী বেচারাম মান্না নেপালি কবি ভানুভক্তকে শ্রদ্ধা জানান।

আরও পড়ুন-অগ্নি ৫ মিসাইল উৎক্ষেপণ, দিঘার আকাশে অদ্ভুত আলো

তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ভাষা ও সংস্কৃতির মানুষকে সমান গুরুত্ব দেন। নেপালি ভাষাভাষী মানুষদের পাশে থেকে রাজ্য সরকার তাদের কল্যাণে কাজ করে চলেছে। আজকের এই ভিড়ই প্রমাণ করে, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক উদ্যোগ মানুষের মনে আস্থা জাগিয়েছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প ইতিমধ্যেই সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। মানুষ বিশ্বাস করছেন এখানে সমস্যা জানালে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে সমাধান হবে। তিনি আরো বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের সাধারণ মানুষের সমস্যা আগামী তিন মাসের মধ্যে রূপায়িত হবেই। শিবিরে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ-সহ একাধিক সরকারি আধিকারিক। জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য প্রশাসনকে বাড়ির দরজায় পৌঁছে দিয়েছেন। আজকের এই শিবিরে মানুষের ঢলই প্রমাণ করে মানুষ তৃণমূল সরকারের ওপর আস্থা রেখেছেন।

Latest article