বঙ্গ

জগন্নাথধামের পরিষেবা নিয়ে বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা

সংবাদদাতা, দিঘা : দিঘায় জগন্নাথধাম (Jagannath Dham) উদ্বোধনের পর থেকে বেড়ে চলেছে পর্যটক। আগামী দিনে পরিষেবা উন্নয়নে কী কী প্রয়োজন তা নিয়ে বৈঠক করলেন মন্ত্রী তথা হিডকোর চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার দুপুরে প্রায় দু ঘণ্টা মন্দির ট্রাস্টের সদস্য ও জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বর্তমানে দিঘা জগন্নাথধামে মন্দির ট্রাস্টের তরফে বসে ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ৫০টি টেবিলে রোজ প্রায় ২০০ জন খেতে পারেন। সংখ্যাটা আরও বাড়ানো নিয়ে আলোচনা হয়। মন্দিরচত্বরেই আলাদা রন্ধনশালা করা যায় কিনা আলোচনা হয়। এছাড়াও ভোগের গুণমান বজায় রাখার নির্দেশ দেন চন্দ্রিমা। দর্শনার্থীদের যাতে অসুবিধা না হয় তা ট্রাস্টের সদস্যদের দেখার দায়িত্ব দিয়েছেন। প্রতিটি গেটে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য পর্যাপ্ত হুইল চেয়ার রাখা হয়েছে। ছুটির দিনে ভিড় বাড়ে। তখন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তায় জোর দেওয়া হয় বৈঠকে। চন্দ্রিমা বলেন, মুখ্যমন্ত্রীর হাত ধরে তৈরি হওয়ার দিঘার জগন্নাথধাম (Jagannath Dham) বর্তমানে মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছে। আগামী দিনে এই মন্দিরে আরও কী কী করলে মানুষকে ঠিকভাবে পরিষেবা দেওয়া যাবে, তা নিয়ে এদিন আলোচনা হয়। বৈঠকে চন্দ্রিমা ছাড়াও ছিলেন হিডকোর ম্যানেজিং ডিরেক্টর রাজশ্রী মিত্র, জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল, অতিরিক্ত জেলাশাসক (ভূমি) বৈভব চৌধুরি, দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুরজিৎ পণ্ডিত প্রমুখ।

আরও পড়ুন-ক্রিসমাস পার্টি হোক বাড়িতেই

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

48 seconds ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

37 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

45 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago