কেন্দ্রের বঞ্চনায় সরব হলেন মন্ত্রী চন্দ্রিমা

কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে চলা বিভিন্ন প্রকল্পে খরচের আনুপাতিক হার কমিয়ে দিয়েছে।

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে চলা বিভিন্ন প্রকল্পে খরচের আনুপাতিক হার কমিয়ে দিয়েছে। সোমবার বিধানসভায় আগামী অর্থ বছরের জন্য ব্যয়মঞ্জুরি বিলের উপরে আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী গ্রামসড়ক যোজনা, জলজীবন মিশনের মতো প্রকল্পগুলিতে কেন্দ্রীয় সরকার তার অনুপাত অত্যধিক হারে কমিয়ে দিয়েছে।

আরও পড়ুন-চলতি সপ্তাহে কালবৈশাখী আসছে শহরে

কেন্দ্রের আইসিডিএস প্রকল্পেও বরাদ্দ বন্ধ করে দিয়েছে। রাজ্য সরকার নিজের টাকায় প্রকল্পটি চালাচ্ছে। বিজেপির এক বিধায়কের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, গত বছরের ২৫ মার্চ পর্যন্ত ক্যাগের সব রিপোর্ট বিধানসভায় পেশ করে নিয়ম মেনে পাবলিক অ্যাকাউন্স কমিটিতে পাঠানো হয়েছে। বাম আমলে নেওয়া ঋণের সুদ মেটাতে গিয়ে রাজ্যের কোষাগার দুর্বল হয়ে যাচ্ছে।

Latest article