জাতীয় গেমসে পদকজয়ীদের সংবর্ধনা, খেলোয়াড় নির্বাচনে গলদ, ক্ষুব্ধ ক্রীড়ামন্ত্রী

Must read

প্রতিবেদন : নবম রাজ্য গেমসের সূচনা হল। মালদায় ৭-১০ এপ্রিল প্রতিযোগিতা। তবে কলকাতা, দুর্গাপুরেও হবে ইভেন্ট। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে রাজ্য গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। একইসঙ্গে ৩৮তম জাতীয় গেমসে বাংলার পদকজয়ীদের সংবর্ধিত করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বোস। জুয়েল সরকার, প্রতিষ্ঠা সামন্ত, প্রণতি দাসদের হাতে আর্থিক পুরস্কারও তুলে দেওয়া হয়। ব্যক্তিগত ইভেন্টে সোনাজয়ীদের ২৫ হাজার, রুপোজয়ীদের ২০ হাজার ও ব্রোঞ্জজয়ীদের দেওয়া হয় ১৫ হাজার টাকা। দলগত ইভেন্টে পদকজয়ীরা পান যথাক্রমে ১২, ১০ এবং ৭ হাজার টাকা।

আরও পড়ুন-আহিরীটোলা ঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, মৃতদেহ সৎকার করতে এসে তলিয়ে গেলেন ৩ জন

অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) পদক না জেতা বিওএ অনুমোদিত সদস্য সংস্থাগুলোকে কড়া বার্তা দিয়েছেন। ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘এবারের জাতীয় গেমসে পদক তালিকায় গতবারের ১৮তম স্থান থেকে ৮ নম্বর স্থানে উঠে এসেছে বাংলা। নিশ্চয়ই আমরা অনেক পরিশ্রম করে এই জায়গায় উঠেছি। ৪৭টি পদকের মধ্যে জিমন্যাস্টিক্স থেকেই ১২টি পদক এসেছে। টেবল টেনিস থেকে চারটি পদক এসেছে। যোগাসন, উশু থেকেও পদক এসেছে। কিন্তু বিওএ-র মোট ৩৮টির মধ্যে মাত্র ১৪টি ক্রীড়া সংস্থা আমাদের পদক দিয়েছে। বাকি ২৪টি অ্যাসোসিয়েশনের অবদান শূন্য। কেন তারা একটাও পদক আনতে পারল না, কোথায় গলদ সেটা পর্যালোচনা করুক বিওএ। পদক পেলেই মুখ্যমন্ত্রী চাকরির সুযোগ তৈরি করে দিচ্ছেন। রাজ্য সরকার পরিকাঠামো দিচ্ছে। তাহলে কেন ব্যর্থ হব? বাংলায় অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। কিন্তু নির্বাচনে গলদ রয়েছে। মুখ দেখাদেখি রয়েছে। বাংলায় কোনও প্রতিভাবানকে বঞ্চিত করা যাবে না। অ্যাসোসিয়েশনে বছরের পর বছর থাকা যাবে না। একজনকেও বঞ্চিত করা যাবে না। বিওএ-কে এগুলো দেখতে হবে।’’

Latest article