প্রতিবেদন : দোরগোড়ায় নতুন বছর। আর ইংরেজি নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। ইতিমধ্যেই সাগরমেলা নিয়ে নবান্নে বৈঠক করে কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে তীর্থযাত্রীদের সুবিধা-অসুবিধা দেখভালের বিশেষ দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সাগরমেলায় পুর-পরিষেবা নিয়ে কলকাতা পুরভবনে বিশেষ বৈঠক করলেন ফিরহাদ। ছিলেন পুর কমিশনার ধবল জৈন-সহ পুরসভার বিভিন্ন বিভাগীয় আধিকারিক, পুলিশ, সেনাবাহিনী, স্বাস্থ্য-সহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানিয়েছেন, গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) আমাদের বিভিন্ন পুর-পরিষেবা দিতে হয় পুণ্যার্থীদের জন্য। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, তীর্থযাত্রীদের শিবিরগুলিতে জল পৌঁছে দেওয়া, দূষণ রোধে লাগাতার স্প্রে করে ধুলো নির্মূল করা, ঘাটগুলিকে পরিষ্কার রাখার মতো কাজগুলি পুরসভা করে। সেইসব নিয়েই আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সমস্তরকম সুবিধার্থে বিভিন্ন দফতরকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী প্রতিটি দফতর নিজেদের মতো করে বৈঠক করে প্রস্তুতি সারছে। এদিনের পুর-পরিষেবার বৈঠক নিয়ে ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, আগের বছর কোথায় কোথায় গাফিলতি ছিল, সেসব ঠিক করার চেষ্টা চলছে এবার। যেমন আগেরবারের চেয়ে এবার সাফাইকর্মী বেশি থাকবে। কারণ, এবার এলাকা অনেকটাই বেড়েছে। আগে রোজ ১২০ জন কাজ করত, এবার থেকে ১৩০ জন সাফাইকর্মী ২৪ ঘণ্টা কাজ করবে। এছাড়াও কিছু রাস্তাও খারাপ হয়ে আছে। সেগুলোও ঠিক করতে হবে। স্বাস্থ্য পরিষেবার ক্যাম্প থাকবে। আমি নিজে গঙ্গাসাগরে থাকব ১৩, ১৪, ১৫ জানুয়ারি। আর মুখ্যমন্ত্রীর নির্দেশে বাবুঘাটের ট্রানজিট ক্যাম্পেও পুরসভার একটা শিবির থাকবে। সেই শিবিরে অতীন ঘোষ আর দেবাশিস কুমার থাকবেন।