প্লাবিত এলাকায় মন্ত্রী, পরিস্থিতির উপর নজর

Must read

সংবাদদাতা, পাঁশকুড়া : কয়েকদিন আগেই প্রবল বর্ষণে দক্ষিণবঙ্গের একাধিক জেলার নিচু এলাকা থেকে এখনও জল সরেনি। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায়। বেশ কিছু এলাকা থেকে সরানো হয়েছে সাধারণ মানুষকে। জেলা প্রশাসন জলভাসি এলাকার মানুষজনদের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে। বিভিন্ন এলাকায় পরিস্রুত পানীয় জলও দেওয়া হচ্ছে। এমনকী শুকনো খাবারও। বিপন্ন মানুষদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র।

আরও পড়ুন :আরেক সমবায় থেকে সরানো হল শুভেন্দুকে

কখনও ডেবরা, সবং পঞ্চায়েত সমিতিতে আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। আবার ভগবানপুর, পটাশপুর এলাকা পরিদর্শন গিয়েও থমকে যেতে হয়। রাস্তায় বিভিন্ন জায়গায় প্লাবিত হলেও থেমে থাকেননি মন্ত্রী। রাস্তার উপর দাঁড়িয়ে সেচ দফতরের আধিকারিকদের নির্দেশ দেন বাঁধের ফাটল মেরামতের জন্য। পাঁশকুড়ায় সেচ দফতরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন সৌমেনবাবু। তিনি বলেন, অতিবর্ষণের ফলে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এলাকায় কিছু অংশ প্লাবিত হয়েছে। জল ধীরে ধীরে নামছে। সেচ দফতর সর্বদা প্রস্তুত রয়েছে এই বিপর্যয় মোকাবিলা করার জন্য।

Latest article