সংবাদদাতা, মেদিনীপুর : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের অধীন আনন্দধারা প্রকল্পের কাজ করে থাকেন সংশ্লিষ্ট বিডিও এলাকার সঙ্ঘের মহিলারা। দীর্ঘদিন ধরেই এই প্রথা চলে আসছে। ২০২৫-এর মার্চের প্রথম সপ্তাহে বিডিওর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আনন্দধারা প্রকল্পের কাজ সঙ্ঘের মহিলাদেরকে না দিয়ে অন্যত্র করিয়ে নেওয়া হচ্ছে। যা হাতেনাতে ধরে ফেলেন সঙ্ঘের মহিলারা।
আরও পড়ুন-সারদা মায়ের গাঁয়ে ছুটবে ট্রেন, প্রস্তুতি চূড়ান্ত পর্বে
কেশপুরের বিধায়িকা তথা পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা বিষয়টি হস্তক্ষেপ করেন। বিডিওকে নিয়ে মঙ্গলবার বিশেষ এক বৈঠকে বসেন সঙ্ঘের মহিলা ও ডিস্ট্রিক্ট পিডিএফ অফিসারকে নিয়ে। রাজ্য সরকারের এই প্রকল্পে স্বনির্ভর হন মহিলারা। বৈঠক শেষে মন্ত্রী জানান, আগামী দিনে এই ধরনের সমস্যা যাতে না হয় সে-বিষয়ে বিশদে বলা হয়েছে। পাশাপাশি আনন্দধারা প্রকল্পের যে সমস্ত কাজ সঙ্ঘের মহিলারা আগে করতেন তাঁরা পুনরায় একইভাবে কাজ করে যাবেন।