কুলটিতে নতুন ইএসআই ডিসপেন্সারির সূচনায় মন্ত্রী

Must read

সংবাদদাতা, পশ্চিম বর্ধমান : কুলটির সীতারামপুরে শনিবার শ্রমজীবী মানুষদের জন্য মন্ত্রী মলয় ঘটক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন কর্মচারী রাজ্য বিমা প্রকল্পের আওতায় নতুন একটি ডিসপেন্সারি (ESI dispensary)। দীর্ঘদিন বন্ধ থাকা সীতারামপুরের উপ-বয়লার কার্যালয় ভবনকে সংস্কার করে তৈরি হয়েছে এই ডিসপেন্সারি (ESI dispensary)। রাজ্য শ্রম দফতরের উদ্যোগে এবার থেকে কুলটি, সীতারামপুর, নিয়ামতপুর, ডিশেরগড়-সহ আশপাশের এলাকার হাজার হাজার ইএসআই কার্ডধারী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা দূর আসানসোল বা অন্যত্র না গিয়ে নিজের এলাকাতেই পাবেন চিকিৎসা পরিষেবার সঙ্গে ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। অনুষ্ঠানে ছিলেন শ্রমমন্ত্রী ছাড়াও পুর প্রতিনিধি, শ্রম দফতরের আধিকারিক, ইএসআই কর্তা-সহ স্থানীয়রা। মন্ত্রী বলেন, শ্রমিকদের স্বাস্থ্যই রাজ্য সরকারের অন্যতম প্রাধিকার। এই ডিসপেন্সারি চালু হওয়ায় কুলটির শ্রমিক ভাই-বোনেরা এবার থেকে এখানেই সহজে দ্রুত চিকিৎসা পরিষেবা পাবেন।

আরও পড়ুন- চিতা-মানুষ সংঘাত ঠেকাতে বসছে বিশেষ জালের বেড়া

Latest article