সংবাদদাতা, বসিরহাট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন জলপথ পরিবহণের মাধ্যেমে সুন্দরবন এলাকার দ্বীপগুলির সংযুক্তিকরণ। তাঁর সেই ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে তৈরি হচ্ছে ভাসমান জেটি ঘাট। বামনপুকুর এলাকায় নির্মীয়মাণ সেই ভাসমান জেটি ঘাট পরিদর্শনে এসে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বৃহস্পতিবার এমনই মন্তব্য করেন।
আরও পড়ুন-শিক্ষকদের যোগ্যতার নথি আপলোডের নির্দেশ কোর্টের
বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের অন্তর্গত বামনপুকুর এলাকায় পরিবহণ দফতরের উদ্যোগে তৈরি করা হচ্ছে ভাসমান জেটি ঘাট। আনুমানিক প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই ভাসমান জেটি ঘাট। সেই জেটি ঘাটে তৈরির কাজ সঠিক ভাবে চলছে কি না তা খতিয়ে দেখতে ঘাটে আসেন রাজ্যে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, এইসব জেটি ঘাটগুলি আধুনিকভাবে নতুন রূপে তৈরি করা হচ্ছে, যাতে করে সুন্দরবনের সঙ্গে শহরের যোগাযোগ আরও দ্রুত হয়। এরকম একাধিক রোড সার্ভিস চালু করা হচ্ছে যাতে করে সুন্দরবনের বিভিন্ন দ্বীপগুলির সঙ্গে সংযোগ তৈরি হয়। মানুষের যাতায়াতের সুবিধা হয়। পাশাপাশি সেখানে বসবাসকারী মানুষের জন্য অ্যাম্বুল্যান্স থেকে শুরু করে বড় মাঝারি যানবাহন পারাপার করতে পারে তারই জন্য এই পরিষেবা চালু করা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব সেই কাজ শেষ করতে চায় সংশ্লিষ্ট দফতর।