দুর্গাপুরে সরকারি পরিবেশবান্ধব এসি বাসের সূচনা করলেন মন্ত্রী

শনিবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৫টি সিএনজি ও ২টি ইলেকট্রিক বাসের উদ্বোধন হয় সিটি সেন্টারের আড্ডার কার্যালয়ের সামনে।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : শুরু হল দুর্গাপুর শহরে পরিবেশ বান্ধব এসি বাস পরিষেবা। শনিবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৫টি সিএনজি ও ২টি ইলেকট্রিক বাসের উদ্বোধন হয় সিটি সেন্টারের আড্ডার কার্যালয়ের সামনে।

আরও পড়ুন-প্রতি ব্লকে আদিবাসী সাংস্কৃতিক দল হোক আর্জি মুখ্যমন্ত্রীকে

ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার, দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, আড্ডার চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, এসবিএসটিসির এমডি ও আধিকারিকদের উপস্থিতিতে সূচনা হল বাসগুলির। উদ্বোধনের পাশাপাশি কর্মীদের রাখিবন্ধনের মাধ্যমে সম্প্রীতি ও সংহতির সেতুবন্ধন করা হয়। এসি বাস দুটি শহরের কোনায় কোনায় পরিষেবা পৌঁছে দেবে। সরকারি পরিবহণ সংস্থার এই পদক্ষেপকে সাধুবাদ জানান দুর্গাপুরের সাধারণ মানুষ এবং বাসযাত্রীরা।

Latest article