বঙ্গ

অপচয় রুখতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু মন্ত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জল নিয়ে কড়া পদক্ষেপ

প্রতিবেদন : পানীয় জলের অপচয় এবং অপব্যবহার নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে তৎপর হল রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর। বুধবার বিধানসভায় বিভাগীয় মন্ত্রী পুলক রায় জানান, বেআইনি সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পানীয় জলের বেআইনি ব্যবহার নিয়ে ইতিমধ্যে ৪০০-র বেশি এফআইআর করা হয়েছে। পাশাপাশি অভিযোগ জানানোর জন্য দুটি ফোন নম্বরও দেওয়া হয়েছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, জল অপচয় বন্ধ করতে সরকার সচেষ্ট। মুখ্যমন্ত্রী নিজে প্রতিনিয়ত এ-বিষয়ে নজর রাখছেন। অনেকে পানীয় জলকে ব্যবসায়িক কাজে ব্যবহার করে অপচয় করছে। তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, এদিন সকাল পর্যন্ত এ-জাতীয় ২০ হাজার অভিযোগ জমা পড়েছে। ১৯,৯৬২টি অভিযোগ খতিয়ে দেখে ৪০৭টি এফআইআর করা হয়েছে। জল অপচয় নিয়ে অভিযোগ জানাতে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করার কথাও তিনি জানিয়েছেন। তিনি বলেন, ৮৯০২০-২২২২২ এবং ৮৯০২০-৬৬৬৬৬ নম্বরে অভিযোগ জানানো যাবে।

আরও পড়ুন-জননেত্রীর ঐতিহাসিক অনশন, সংসদে মনে করিয়ে দিল তৃণমূল

সোমবার বিধানসভায় জনস্বাস্থ্য কারিগরি দফতর নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে দফতরের একাধিক কর্মীর ঢিলেঢালা আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কাজে গাফিলতির অভিযোগে একাধিক ঠিকাদার, একাধিক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পর সক্রিয় হয়ে মাঠে নেমেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর।
এদিন বিধানসভায় দলের বিধায়ক সমীরকুমার জানার প্রশ্নের উত্তরে জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী বলেন, ২০২৪-এর ৩১ অক্টোবর পর্যন্ত জলজীবন মিশন প্রকল্পে মোট ১ কোটি ৭৫ লক্ষ পরিবারের মধ্যে ৯২.৯৭ লক্ষ বাড়িতে নলবাহিত পানীয় জল সংযোগের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের গ্রামীণ এলাকায় অবস্থিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র, গ্রাম পঞ্চায়েত ভবন, সর্বসাধারণের ব্যাবহৃত শৌচালয়কে এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। এ ছাড়াও তিনি আরও জানান, পানীয় জলের গুণমান রক্ষা ও সুনিশ্চিতকরণের জন্য রাজ্যের ২১৭টি ল্যাবরেটরির মধ্যে ২১৬টি ল্যাবরেটরি এনএবিএল-এর স্বীকৃতি বা শংসাপত্র পেয়েছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

1 hour ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago