টর্নেডো-বিধ্বস্ত এলাকায় বনমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার দুপুরে সুন্দরবনের সন্দেশখালি অঞ্চলে টর্নেডো-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

Must read

সংবাদদাতা, বারাসত : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার দুপুরে সুন্দরবনের সন্দেশখালি অঞ্চলে টর্নেডো-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ, অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ান। মানবিক মুখ্যমন্ত্রী সবসময় চান গরিব-দুস্থ মানুষদের পরিষেবা দিতে। তাই সন্দেশখালির টর্নেডো-বিধ্বস্ত এলাকায় এলাম। বসিরহাটের সুন্দরবনের সন্দেশখালি ১ নম্বর ব্লকে সরবাড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ৩০ সেকেন্ডের বিধ্বংসী টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয়েছিল পাঁচ শতাধিক বাড়ি। একদিকে সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের গাছ উপড়ে পড়ে।

আরও পড়ুন-পিএনবিতে ৮০ লক্ষ টাকার প্রতারণা

একাধিক বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। এই খবর প্রচারিত হতে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার দুপুরে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর ২৪ পরগনা জেলাশাসক শরৎকুমার ত্রিবেদী ও জেলা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে আসেন। এদিন একদিকে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন ত্রাণ নিয়ে। অপরদিকে তাঁদের আর্থিক সাহায্য থেকে শুরু করে সবরকম সাহায্য ক্ষতিগ্রস্তরা পেয়েছেন কি না তা খতিয়ে দেখেন। ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সবরকম সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি দুর্গতদের জন্য পর্যাপ্ত চাল ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। প্রায় দু’হাজার মানুষকে ত্রিপল বিলি করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা পুনরায় সংস্কারের কথা ঘোষণা করেছেন।

Latest article