বাংলাদেশের তথ্য-সংস্কৃতি মন্ত্রী হাসান মাহমুদ বৃহস্পতিবার বিধানসভায় এসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তিনি দুপুর দুটো নাগাদ বিধানসভায় আসেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তাঁকে বাংলাদেশ থেকে আনা পাঞ্জাবি ও জামদানি শাড়ি উপহার দেন।
আরও পড়ুন-প্রযুক্তির হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছে রাজ্যের পর্যটন
শেখ মুজিবুর রহমানের উপর দুটি বইও তিনি দিয়েছেন অধ্যক্ষকে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মন্ত্রীকে পুষ্পস্তবক দেন। বিধানসভার কয়েকটি বই ও একটি স্মারক তুলে দিয়েছেন মন্ত্রীর হাতে। হাসান মাহমুদ বলেন, এদেশের পরিষদীয় ব্যবস্থা কেমনভাবে হয় সেসব নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এদিন সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির আবরণ উন্মোচন করেন বাংলাদেশের তথ্য-সংস্কৃতি মন্ত্রী। উদ্বোধন করেন বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্রের। অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় পাঁচ প্রবীণ সাংবাদিককে। অনুুষ্ঠান পরিচালনা করেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর।