সংবাদদাতা, দিঘা : আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, দিঘা (Digha) মোহনা এলাকার সমুদ্র-ভাঙন সমস্যার স্থায়ী সমাধান করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সেচ দফতর। হবে ড্রেজিংও। বুধবার দিঘা মোহনা এলাকার সমুদ্র-ভাঙন ঘুরে দেখার পর জানালেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Minister Partha Bhowmik)। জানালেন, প্রাকৃতিক দুর্যোগ এলেও দিঘা উপকূল এলাকা ধ্বংস হয়ে যাবে না, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে থেকে যাবে। আমরা সেই প্রযুক্তিই ব্যবহার করব। এই সমস্যার স্থায়ী সমাধানের ক্ষেত্রে কংক্রিটের সমুদ্রবাঁধ যে একেবারেই সঠিক উপায় নয়, তা এদিন উপকূল এলাকা ঘুরে বারবার উল্লেখ করেন সেচমন্ত্রী। তাঁর ব্যাখ্যা, বিশ্ব ব্যাঙ্ক-সহ সম্প্রতি উপকূলের ভাঙন নিয়ে যতগুলো সমীক্ষা হয়েছে, তাদের কেউই কংক্রিট সমুদ্রবাঁধের পক্ষে নয়। যে কারণে যশ ঘূর্ণিঝড়ে ওড়িশার তেমন কিছু হয়নি। অথচ দিঘার ব্যাপক ক্ষতি হয়েছিল। স্থানীয় বিধায়ক-মন্ত্রী অখিল গিরি (MLA Akhil Giri) ও তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফোনে সমুদ্র-ভাঙন সমস্যা ও উপকূলবাসীদের দুর্দশার কথা শোনার ৪৮ ঘণ্টার মধ্যেই সরজমিনে এলেন পার্থ (Minister Partha Bhowmik)। আসার আগে সেচ ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। তাড়াহুড়ো না করে, পরিকল্পনা করে বিজ্ঞানসম্মতভাবে এগোতে চাইছে সেচ দফতর।
পরিদর্শনের সময় মৎস্যজীবীরা মন্ত্রীকে জানান, প্রতিবছর মাছবোঝাই ট্রলার সমুদ্রে উল্টে যায়। অনেক মৎস্যজীবীর প্রাণ যায়। শোনার পর, ড্রেজিংয়ের ঘোষণা করেন সেচমন্ত্রী। নাম না করে আগের সেচমন্ত্রীর প্রবল সমালোচনাও করেন।