সংবাদদাতা, হাওড়া : ডিভিসির ছাড়া জলে আমতা ও উদয়নারায়ণপুর ব্লকের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আমতার দ্বীপাঞ্চল হিসেবে পরিচিত ঘোড়াবেড়িয়া-চিৎনান ও ভাটোরা পঞ্চায়েতের একাধিক এলাকা জলের তলায় চলে গেছে। পরিস্থিতি মোকাবিলায় আমতা ও উদয়নারায়ণপুর ব্লকে প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী পুলক রায়। ছিলেন জেলাশাসক পি দিপাপ প্রিয়া, আমতার বিধায়ক সুকান্ত পাল, উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা ও অন্যান্য প্রশাসনিক কর্তারা।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে গাইঘাটার প্লাবিত এলাকা পরিদর্শনে নারায়ণ গোস্বামী
কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। মন্ত্রী জানিয়েছেন, আমতায় জলমগ্ন এলাকার মানুষদের নিরাপদ জায়গায় সরাতে সরাতে ৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। ইতিমধ্যে সেখানে প্রায় ৫০০ জনকে স্থানান্তরিত করা হয়েছে। এদিন বৈঠকের পর বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন মন্ত্রী পুলক রায়। উদয়নারায়ণপুরে মাইকিং করে মানুষকে সতর্ক করা হয়। এদিনই নবান্নে বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকের পর বন্যা বিধ্বস্ত জেলাগুলি পর্যবেক্ষণের জন্য একজন করে প্রধান সচিব পর্যায়ের আধিকারিকে দায়িত্ব দেওয়া হয়। হাওড়া জেলার জন্য দায়িত্ব দেওয়া হয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রধান সচিব রাজেশ পাণ্ডেকে। তাঁর নির্দেশ মতোই জেলা আধিকারিকরা মানুষের পাশে দাঁড়াতে ছুটে যান ত্রাণ নিয়ে।