সংবাদদাতা, দুর্গাপুর : পশ্চিম বর্ধমান কিসান খেতমজুর সংগঠনের ডাকে শনিবার পানাগড় বাজার কমিউনিটি হলে কৃষকদের নিয়ে অনুষ্ঠিত কর্মিসভায় সংগঠনের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পূর্ণেন্দু বসু (Minister Purnendu Basu) দলের কর্মী-নেতাদের উদ্দেশে বলেন, ‘‘বিজেপির আগ্রাসী রাজনীতি প্রতিহত করতে ময়দানে নামুন। আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত শক্ত করতে বিজেপি-কে আটকাতে হবে। দলের নেতা-কর্মীরা কেউ ভুল করে থাকলে সাধারণ মানুষের বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নিন।’’ সভায় জেলার নেতা-নেত্রীরা ছাড়াও ছিলেন প্রায় আড়াই হাজার কৃষক। মন্ত্রী (Minister Purnendu Basu) তাঁদের বলেন, ‘‘কেন্দ্রের বিজেপি সরকার কৃষকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে৷ পঞ্চায়েত ও লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এদের ক্ষমতা খর্ব করতেই হবে।’’ কাঁকসার কৃষকদের জন্য সূর্যমুখী তেল নিষ্কাশন করার মিল বসানো ও কৃষির উন্নতিতে বহুমুখী হিমঘরের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন তিনি৷
আরও পড়ুন: ত্রিপুরায় প্রচারে ঝড় তুললো তৃণমূল কংগ্রেস, মঙ্গলবার যাচ্ছেন অভিষেক