প্রতিবেদন : রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গদের জন্য খুশির খবর। আগামিদিনে কলকাতা পুলিশের কনস্টেবল পদের জন্যও বিবেচনা করা হবে তাঁদের নাম। বুধবার এই ঘোষণা করলেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী ডাঃ শশী পাঁজা (Minister Shashi Panja)। এদিন রবীন্দ্রসদনে এক অনুষ্ঠানে রাজ্য প্রশাসনের তরফে তৃতীয় লিঙ্গের মানুষদের হাতে সরকারি শংসাপত্র ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা (Minister Shashi Panja)। মঞ্চ থেকেই এই ঘোষণা করেন মন্ত্রী। তিনি জানান, কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পাবেন রূপান্তরকামীরা। নিয়োগের ফর্মে মহিলা, পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ উল্লেখ করারও ব্যবস্থা করা হবে বলেও এদিন আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি পরিচয়পত্র হাতে পাওয়ার পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তে খুশির হাওয়া রূপান্তরকামীদের মধ্যে।
আরও পড়ুন: অ্যাডিনো চিকিৎসায় বেড বৃদ্ধি