সংবাদদাতা, মালদহ : কেন্দ্রের একের পর এক বঞ্চনা, বিজেপি নেতাদের অশালীন মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। রবিবার মালদহে হল প্রতিবাদ সভা। মালদহের রতুয়ার কাহালা এলাকায় এক প্রতিবাদ সভায় উপস্থিত রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty) বলেন, কেন্দ্রের বঞ্চনার জবাব দেবে সাধারণ মানুষ। আসন্ন পঞ্চায়েত ভোটেই (Panchayat Election) তার প্রমাণ মিলবে। এই সভায় ছিলেন সংখ্যালঘু ও মাদ্রাসা মন্ত্রী গোলাম রাব্বানি, সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও স্বনির্ভর গোষ্ঠী দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা সভাপতি আবদুর রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় প্রমুখ। সভায় ভিড় উপচে পড়ে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন মন্ত্রীসহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, দেশকে দেউলিয়া করে বিজেপি সরকার, বাংলার উন্নয়ন স্তব্ধ করতে চাইছে। বারবার দরবার করা সত্ত্বেও মিলছে না বকেয়া বিভিন্ন প্রকল্পের টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একক ক্ষমতাবলে সরকার পরিচালনা করছেন।
আরও পড়ুন-যোগীর রাজ্য থেকে ধৃত মাদক পাচারের পান্ডা বিজেপি নেতা