অগ্নিকাণ্ডে ভস্মীভূত সর্বস্ব দুই পরিবারের পাশে মন্ত্রী

Must read

সংবাদদাতা, মালদহ : মালদহের (maldah fire) হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের লক্ষ্মণপুর গ্রামে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে ছাই হয়ে গেল দুই পরিবারের সর্বস্ব। রাতের আঁধারে লেলিহান আগুনে (maldah fire) ভস্মীভূত হল ঘর-বাড়ি, ধান, চাল, পাট, এমনকী গবাদি পশুও। সর্বহারা দুই পরিবারের পাশে দাঁড়ালেন মন্ত্রী তাজমুল হোসেন। বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী। দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের হাতে তুলে দেন প্রয়োজনীয় সামগ্রী। এ-ছাড়াও যেকোনও প্রয়োজনে পাশে থাকার কথা দেন। মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসনের তরফে সাহায্য করা হবে। স্থানীয়দের মতে, মন্ত্রীর উপস্থিতিতে বিপর্যস্ত পরিবার কিছুটা সাহস পেয়েছে।

আরও পড়ুন- জগদ্ধাত্রী পুজো উদ্বোধনের মঞ্চ থেকে সরব মুখ্যমন্ত্রী

Latest article