প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত হলেন রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা (Minister Subrata Saha)। তিনি ছিলেন সাগরদিঘীর বিধায়ক। বৃহস্পতিবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৬৯। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার (Minister Subrata Saha) প্রয়াণে এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ”রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে বহরমপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির তিন বারের বিধায়ক সুব্রতবাবু পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

আরও পড়ুন-অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রীর মা, দ্রুত আরোগ্য কামনা করলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার সকাল দশটা চল্লিশে তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ভর্তি করা হয় সিসিইউতে। হাসপাতালেই ১১টা ২ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন তিনি। একিউট ম্যাসিভ হার্ট এটাক নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ২০১১ সালে সাগরদিঘি থেকে জেলার একমাত্র তৃণমূল কংগ্রেস বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুব্রত সাহা। টানা তিন বার নির্বাচনে ওই কেন্দ্রের বিধায়ক হন তিনি। সুব্রত সাহার মৃত্যুতে শোকের ছায়া জেলার রাজনৈতিক মহলে। কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার রাজনীনিতিতে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন সুব্রত সাহা। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

 

Latest article