ব্যাঙ্ক বেসরকারীকরণ, কেন্দ্রকে তোপ মন্ত্রীর

শনিবার হাওড়ার শরৎসদনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের দুদিন ব্যাপী ১৬তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন অরূপ

Must read

সংবাদদাতা, হাওড়া : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণের চেষ্টার তীব্র প্রতিবাদ জানালেন সমবায়মন্ত্রী অরূপ রায়। শনিবার হাওড়ার শরৎসদনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়নের দুদিন ব্যাপী ১৬তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন অরূপ। সেখানেই তিনি কেন্দ্রের বিজেপি সরকারের ব্যাঙ্ক বেসরকারীকরণের চেষ্টার তীব্র প্রতিবাদ করেন।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দুই জেলা সফর ঘিরে সাজসাজরব, ঝালদায় ভোট সরিয়ে উন্নয়ন-বার্তা তৃণমূলের

অরূপ বলেন, বেসরকারীকরণের মাধ্যমে ব্যাঙ্কিং শিল্পকেই ধ্বংস করতে চাইছে কেন্দ্র সরকার। এর বিরুদ্ধে সমস্ত ব্যাঙ্ক কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। মন্ত্রী আরও বলেন, ‘ইন্দিরা গান্ধী ব্যাঙ্ক জাতীয়করণের মাধ্যমে যে সমাজ সংস্কারের পথ দেখিয়েছিলেন, কেন্দ্রের বিজেপি সরকার তার উল্টোপথে পুরো ব্যবস্থাটাই ধ্বংস করতে চাইছে।’

Latest article