সংবাদদাতা, কোচবিহার : ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে যে উন্নয়ন করেছেন, আমরা যদি সাধারণ মানুষের কাছে তা তুলে ধরতে পারি, তাহলে মানুষের ভোট তৃণমূল কংগ্রেসই পাবে।’ বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে একথা বললেন আইনমন্ত্রী মলয় ঘটক। বৃহস্পতিবার, কোচবিহার ১/বি ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আব্দুল কাদেরের উদ্যোগে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান হল।
আরও পড়ুন-ঝাড়গ্রাম জেলা পুলিশের দ্বিতীয় লক্ষ্যভেদ
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলীয় চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, পার্থপ্রতিম রায়, শুচিস্মিতা দেবশর্মা, আব্দুল জলিল আহমেদ, অনির্বাণ সরকার, খোকন মিঞা, আজিজুল হক প্রমুখ। মলয় বিজেপিকে আক্রমণ কর বলেন, ‘বিজেপি বিভেদের রাজনীতি করে। কোথাও হিন্দু-মুসলিম, কোথাও জাতিতে-জাতিতে বিভেদ তৈরি করে ভোটের ফয়দা তোলার চেষ্টা করছে। এখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোচবিহার আলাদা রাজ্য চাইছে, দার্জিলিং আলাদা রাজ্য চাইছে। এরপরে হয়ত জেলায় জেলায় একটি করে রাজ্য চাইবে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’ এই বিজয় সম্মিলনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার ১/বি ব্লকের ছটি গ্রামপঞ্চায়েতের কর্মী-সমর্থকদের মিষ্টিমুখের পাশাপাশি দলের প্রবীণ ব্যক্তিত্বদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হয়।