সংবাদদাতা, কোচবিহার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খাইরুলের বাড়িতে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। ভোটার তালিকায় নাম-বিভ্রাটের জেরে এসআইআর আতঙ্কে বিষ খেয়ে অসুস্থ গ্রামবাসীর বাড়িতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। এদিন ওই বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পাশাপাশি এই দুশ্চিন্তায় থাকা পরিবারের পাশে থাকার কথা দেন। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-সহ দিনহাটা ২ ব্লকের সভাপতি দীপককুমার ভট্টাচার্য ও দলের কর্মীরা এই পরিবারের সঙ্গে দেখা করেছেন। ওই বুথের ভোটার তালিকাও খতিয়ে দেখেছেন মন্ত্রী। উদয়ন গুহ (Udayan Guha) এদিন বলেন, বাড়ি বাড়ি বিএলও আসবেন। সঙ্গে দলের লোকও থাকবেন। সবাই মিলে এই ফর্ম পূরণ করতে হবে। কারও এলাকার আত্মীয়স্বজন যদি বাইরে থাকেন তাঁদেরও ডেকে নিয়ে আসবেন যাতে কারও নাম বাদ না যায়। জানা গেছে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করার পর আপাতত অসুস্থ অবস্থায় কোচবিহার এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আছেন দিনহাটার বাসিন্দা খাইরুল শেখ। বৃহস্পতিবার রাতে মেডিক্যাল কলেজে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন মন্ত্রী।
আরও পড়ুন- শিল্পোন্নয়নের নতুন দিশা দিতে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে ১৮ ডিসেম্বর রাজ্যে বাণিজ্য-শিল্প সম্মেলন




