বঙ্গ

রথযাত্রা উপলক্ষে দিঘার জগন্নাথধাম পরিদর্শন ও আলোচনা করে গেলেন মন্ত্রী

তুহিনশুভ্র আগুয়ান, দিঘা: এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তীর্থস্থান হিসেবে আত্মপ্রকাশ করে সৈকতসুন্দরী দিঘা। যার আকর্ষণের মাত্রা বাড়াতে এই প্রথম দিঘার মাটিতে গড়াতে চলেছে জগন্নাথদেবের রথের চাকা। সুশৃঙ্খলভাবে সেই রথযাত্রা পরিচালনা করাই এখন মূল লক্ষ্য প্রশাসনের। বৃহস্পতিবার দুপুরে রথযাত্রার বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী পুলক রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো রথযাত্রা পরিচালনার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে কি না তা নিয়ে আলোচনা করেন মন্ত্রী। জানা গিয়েছে, জগন্নাথধামের উদ্বোধনের ধাঁচেই রথযাত্রার (Rath Yatra) যাবতীয় আয়োজন সেরে রেখেছে প্রশাসন। সাধারণ দর্শনার্থীদের জন্য পুরনো দিঘা থেকে নতুন দিঘা পর্যন্ত থাকছে বেশ কিছু পানীয় জলের ক্যাম্প। পিএইচই দফতরের তরফে জলের পাউচ বিলি করা হবে ওই সমস্ত ক্যাম্প থেকে। এছাড়াও প্রায় ১০টির মতো ‘মে আই হেল্প ইউ’ কাউন্টার করা হচ্ছে। নিরাপত্তার জন্য বাইরের জেলাগুলি থেকেও আসবে অতিরিক্ত পুলিশ। রথযাত্রায় যাতে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে কোনও সমস্যা না হয় এই বিষয়েও বৃহস্পতিবার আলোচনা হয়েছে। অনেকের মতে, জগন্নাথের রথের রশি স্পর্শ করলে নাকি পুণ্য অর্জন হয়। তাই দিঘায় রথ উপলক্ষে যে বিপুল জনসমাগম নবান্নের বৈঠক থেকে তার আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের ভেতরে তৈরি হবে বাঁশের ব্যারিকেড। মুল গেট দিয়ে প্রবেশ করে দর্শনার্থীদের ৬ এবং ৭ নম্বর গেট দিয়ে বেরোনোর ব্যবস্থা করা হবে। এছাড়াও ক্যাম্প করে ভক্তদের জন্য থাকবে শুকনো প্রসাদের ব্যবস্থা। স্বাস্থ্য দফতরের তরফে জগন্নাথধাম থেকে মাসির বাড়ি পর্যন্ত থাকবে বেশ কয়েকটি মেডিক্যাল ক্যাম্প। সেখানে চিকিৎসকদের পাশাপাশি রাখা হবে প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধপত্র। উদ্বোধনের দিনের মতোই দশটির বেশি দমকল এবং অ্যাম্বুল্যান্স থাকবে রথযাত্রার (Rath Yatra) সময়। এছাড়াও সবাই যাতে রশি স্পর্শ করতে পারেন সেজন্য এক কিলোমিটার পথ জুড়ে বিছানো থাকবে রথের রশি। নিরাপত্তার জন্য মোতায়েন হবে প্রায় তিন হাজার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দফতরে জেলা প্রশাসন কর্তাদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী পুলক রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো সমস্ত আয়োজন ঠিকঠাক হচ্ছে কি না খতিয়ে দেখেন তিনি। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দফতরের দুই প্রধান সচিব, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়-সহ অন্যরা। প্রায় দু’ঘণ্টা ধরে চলে এদিনের বৈঠক। এরপর রথ-সহ গোটা মন্দির পরিদর্শন করেন মন্ত্রী-সহ আধিকারিকরা। সেখান থেকে মাসির বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে পরিদর্শন করেন মন্ত্রী। কোথাও কোনও গাছের ডাল, এমনকী বিদ্যুতের তার বাধা সৃষ্টি করছে কি না স্বচক্ষে দেখেন মন্ত্রী পুলক রায়। মন্ত্রী জানান,‍‘‘মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমাদের নিয়ে দিঘার রথযাত্রা ঘিরে নবান্নে বৈঠক করেছেন। তাঁর বিভিন্ন নির্দেশ নিয়ে আমরা জেলাশাসকের উপস্থিতিতে পর্যালোচনা করলাম। রথ যেখান দিয়ে যাবে সেই গোটা এলাকা আমরা ঘুরে দেখেছি। মাসির বাড়িতেও প্রস্তুতি তুঙ্গে।’’

আরও পড়ুন-আই লিগের জন্য ব্রাইটকে দলে নিল ডায়মন্ড হারবার

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

2 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago