প্রতিবেদন : রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনই কার্যত মন্ত্রীশূন্য জাতীয় রাজধানী দিল্লি। সোমবার সারা দেশ যখন রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে মেতেছে তখন কার্যত ‘মন্ত্রীশূন্য’ দিল্লিতে একা শুধু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে রাজধানী দিল্লিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠার উৎসবে মাঠে নেমেছে আম আদমি পার্টি।
আরও পড়ুন-নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হবে মে মাসে
সোমবার সকাল থেকেই প্রাণ প্রতিষ্ঠার উৎসবকে ঘিরে দিল্লি জুড়ে আপের নেতা মন্ত্রীরা পুজোপাঠ, শোভাযাত্রা, যজ্ঞ, ভান্ডারার মাধ্যমে রাজধানী জুড়ে পালন করেছেন রামলালার প্রাণপ্রতিষ্ঠার উৎসব। রাজধানী দিল্লিতে প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে পূর্ব কৈলাস ইসকন মন্দির, কালকাজি মন্দির-সহ অনেক জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এর মধ্যে বেশিরভাগ কর্মসূচিতেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজে অংশগ্রহণ করেছেন।
আরও পড়ুন-ক্যানসার আক্রান্তদের জন্য ১৪ ইঞ্চির চুল দান করলেন স্বাস্থ্যকেন্দ্রের নার্স
গত তিন দশক ধরে অযোধ্যাকেই হিন্দুত্বের রাজনীতির আঁতুড় ঘর হিসেবে তুলে ধরতে চাইছে কেন্দ্রের শাসকদল। বিরোধীদের অভিযোগ, রামমন্দিরের আবেগকে ব্যবহার করে দেশের বাকি অন্যান্য সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার রাজনৈতিক চেষ্টা চালাচ্ছে বিজেপি । আর তারই অংশ হিসেবে লোকসভার আগেই ধর্মীয় আবেগকে কাজে লাগাতে মাঠে নেমেছে পদ্ম শিবির। গেরুয়া শিবিরের পুঁজি কাড়তে থাবা বসিয়েছেন কেজরি।