সংবাদদাতা, বসিরহাট : হাতে সময় বেশি নেই। ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই প্রাচারে জোর দিচ্ছেন উত্তর ২৪ পরগনার হাড়োয়ার তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলাম। আগামী ১৩ নভেম্বর উপনির্বাচনের আগে কর্মিসভা ও জনসভার উপরেই বেশি গুরুত্ব দিচ্ছেন প্রার্থী। কর্মীদের মনোবল বাড়াতে ও সার্বিক প্রচার চালানোর উপরই জোর দিয়েছেন রবিউল। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে হাড়োয়া বিধানসভা কেন্দ্রে বিরোধীদের পিছনে ফেলে অনেক বড় ব্যবধানে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এই উপনির্বাচনে হাড়োয়ায় তৃণমূলের জয় প্রায় নিশ্চিত। এদিন তৃণমূল প্রার্থী শেখ রবিউল ইসলামের সমর্থনে হাড়োয়া ১ নম্বর ব্লকের কবি সাহারাত মেমোরিয়াল স্কুল মাঠ ও দেগঙ্গা ২ নম্বর ব্লকের চাঁপাতলা গোসাঁইপুর বাজারে দুটি বিশাল জনসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু, সাংসদ পার্থ ভৌমিক-সহ অন্যরা।
আরও পড়ুন-শাড়ি পরে ঘোমটা দিয়ে বুড়িমাকে বরণ করেন পুরুষরা
সভায় মানুষের বিপুল উপস্থিতি প্রমাণ করে, হাড়োয়ায় তৃণমূলের জয় শুধুই সময়ের অপেক্ষা। ফিরহাদ হাকিম বলেন, এটা ঠাকুরের বাংলা! আইএসএফ-সিপিএম-কংগ্রেস মিরজাফর। সিরাজউদ্দৌলার পাশে মিরকাশিম ছিল। বিজেপির পাশে মিরজাফরেরা রয়েছে। বিজেপি কোনওদিন বাংলা দখল করতে পারবে না। আগামী দিনে দিল্লি, মহারাষ্ট্রে ভোট হলে সেখানেও ক্ষমতায় আসতে পারবে না এরা। মন্ত্রী সুজিত বসু বলেন, এখানকার মানুষের মতামত ও তৃণমূল নেতা-কর্মী-সমর্থকদের দাবি মেনে প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলেকে প্রার্থী করা হয়েছে। আপনারা তাঁকে জয়ী করুন। বিজেপিকে ভোট দিলে সেই ভোট নষ্ট হবে।

