মহামিছিলে মন্ত্রী, একুশের সমাবেশেই, শুরু ২৬-এর বিধানসভা ভোটের প্রস্তুতি

মিছিলে পা মেলান রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, রাজ্য তৃণমূলের অন্যতম সম্পাদক আশিস চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর প্রমুখ।

Must read

সংবাদদাতা, কাঁথি : একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো এই ডাক দিয়ে রবিবার কাঁথি শহরে হল তৃণমূলের মহামিছিল। কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের ডাকে। কাঁথির রূপসী বাইপাস মোড় থেকে ক্যানেল পাড়ের ভবতারিণী মন্দির পর্যন্ত এই মহামিছিলে জনস্রোত ছিল চোখে পড়ার মতো। মহামিছিলে আগাগোড়া নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি। মিছিলে পা মেলান রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, রাজ্য তৃণমূলের অন্যতম সম্পাদক আশিস চক্রবর্তী, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর প্রমুখ।

আরও পড়ুন-রাজ্যের ৮ সরকারি হাসপাতালের ৮০ শতাংশের বেশি নম্বর, কেন্দ্রের সমীক্ষায় সেরা রানাঘাট হাসপাতাল

এছাড়াও মিছিলে ছিলেন জেলা তৃণমূল সম্পাদক তরুণ জানা, মাহমুদ হোসেন, আনোয়ার উদ্দিন, হরিসাধন দাস অধিকারী, কাঁথির উপপ্রধান নিরঞ্জন মান্না, কাউন্সিলর আলেম আলি খান, অতনু গিরি, দেবাশিস পাহাড়ি, সুরজিৎ নায়ক প্রমুখ।মিছিল শেষে ভবতারিণী মন্দির প্রাঙ্গণে পথসভা হয়। রাজ্যে লোকসভা ভোটে এবং অতিসম্প্রতি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল বড় সাফল্য পাওয়ার পর পরই এবার ধর্মতলার একুশে জুলাইয়ের সমাবেশ হতে চলেছে। তাই এর গুরুত্ব ও তাৎপর্য অশেষ বলে উল্লেখ করেন রাজ্য সম্পাদক আশিস চক্রবর্তী। একুশে জুলাইয়ের স্মৃতিচারণ করে মন্ত্রী অখিল গিরি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে চান না। কেন্দ্রের বঞ্চনার যোগ্য জবাব দিয়েছেন মানুষ। তৃণমূলের দায়িত্ব এতে অনেক বেড়ে গিয়েছে। মানুষের এই আস্থা ও ভরসার মর্যাদা রাখবে তৃণমূল। একুশে জুলাইয়ের সমাবেশ থেকেই শুরু হয়ে যাবে ২৬-এ বিধানসভার লড়াইয়ের প্রস্তুতি।’’

Latest article