মন্ত্রীর উদ্যোগ, খরচ কমছে বাংলা সিনেমার ডিজিটাল প্রোজেকশনের

কলকাতার যেকোনও সিনেমা হলে হিন্দি বা দক্ষিণী সিনেমা নয়, বাংলা সিনেমার প্রযোজকদেরই ডিজিটাল প্রোজেকশনে সবচেয়ে বেশি টাকা খসত।

Must read

প্রতিবেদন : মিটল দীর্ঘদিনের জট। একধাক্কায় প্রায় এক-তৃতীয়াংশ কমল ডিজিটাল প্রোজেকশনের খরচ। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের তৎপরতায় এবং ইম্পা-র উদ্যোগে দীর্ঘদিনের বহু আন্দোলন পূর্ণতা পেল। শুধুমাত্র বাংলা সিনেমার জন্য ইউএফও ডিজিটাল প্রোজেকশনের খরচ প্রতি সপ্তাহে ৭০০০ টাকা থেকে কমিয়ে মাত্র ২১০০ টাকা করতে চলেছে। প্রায় তিনগুণ খরচ কমতে চলায় এবার ছোট প্রযোজকরাও আরও বেশি সিনেমা তৈরির সাহস পাবে। এতদিন ডিজিটাল প্রোজেকশনে সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা দিতে হত বাংলা সিনেমার প্রযোজকদের। কলকাতার যেকোনও সিনেমা হলে হিন্দি বা দক্ষিণী সিনেমা নয়, বাংলা সিনেমার প্রযোজকদেরই ডিজিটাল প্রোজেকশনে সবচেয়ে বেশি টাকা খসত।

আরও পড়ুন-জগন্নাথ মন্দিরে চলছে ফিনিশিং টাচ, উদ্বোধন নিয়ে জল্পনা তুঙ্গে

এই চার্জ কমানোর জন্য দীর্ঘদিন ধরে বহু আন্দোলন হলেও তা কমানো হয়নি। এবার ইম্পার উদ্যোগে ইউএফও সেই টাকা অনেকটাই কমানোর হচ্ছে। এই নিয়ে ইম্পা প্রধান পিয়া সেনগুপ্ত বলেন, অনেকদিন ধরেই এই দাবিতে আন্দোলন চলছিল। এবার মন্ত্রী অরূপ বিশ্বাসের তৎপরতায় আর ইম্পার উদ্যোগে ডিজিটাল প্রোজেকশনের খরচ কমানো হচ্ছে। অরূপ বিশ্বাস আমাদের সময় দিয়ে অনেক বৈঠকও করেছেন আমাদের সঙ্গে। একইসঙ্গে, ইউএফও-র পাশাপাশি এসভিএফ-এর কিউইউবিই প্রোজেকশন সিস্টেমেও এই খরচ কমানোর দাবি উঠেছে। কারণ, কলকাতার অধিকাংশ সিনেমাহলে ওই কিউইউবিই সিস্টেমই চলে। এই নিয়ে বুধবার একটি সাংবাদিক সম্মেলনও করবে ইম্পা কর্তৃপক্ষ। উপস্থিত থাকবেন ইম্পা প্রধান এবং ইউএফও-র তরফে থাকবেন রাজ চৌরাশিয়া।

Latest article