নিন্দায় বিদেশমন্ত্রক

উল্লেখ্য, ওআইসির মহাসচিব ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিনদিনের পাকিস্তান সফরে গিয়েছিলেন। এই সফরে তিনি পিওকে যান

Must read

অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব হিসেন ব্রাহিম ত্বহার পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) সফরের তীব্র নিন্দা করল ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, কাশ্মীর সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার ওআইসির নেই। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ওআইসির হস্তক্ষেপ কখনওই গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন-স্বৈরতান্ত্রিক, স্বেচ্ছাচারী, বিজেপি সরকারের হাত থেকে মুক্তি চাইছে ত্রিপুরাবাসী, বললেন পীযূষকান্তি

ওআইসি মহাসচিবের পিওকে সফরের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অরিন্দম বাগচি বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার বা হস্তক্ষেপ করার চেষ্টা করার কোনও অধিকার ওআইসি মহাসচিবের নেই। তাঁর সীমা বহির্ভূত এই প্রচেষ্টা কখনওই গ্রহণযোগ্য নয়। বিভিন্ন বিষয়ে সাম্প্রদায়িক, পক্ষপাতদুষ্ট এবং বাস্তবিকভাবে ভুল পদক্ষেপের জন্য ওআইসি তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। উল্লেখ্য, ওআইসির মহাসচিব ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিনদিনের পাকিস্তান সফরে গিয়েছিলেন। এই সফরে তিনি পিওকে যান৷

Latest article