সংবাদমাধ্যমকে দায়িত্বশীল পরিবেশনের নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

Must read

অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ভারতীয় সংবাদ মাধ্যম তথা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উপর একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। শুধুমাত্র আইনি পদক্ষেপের কথা ভেবে নয়, দেশের প্রতি দায়িত্বশীলতা থেকেই নিষেধাজ্ঞার নির্দেশিকা জারি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের।

যে ধরনের খবরের সম্প্রচারে নিষেধাজ্ঞা
যে কোনও পদক্ষেপের ছবি বা লাইভ কভারেজ
তথ্য সূত্রে পাওয়া খবর
প্রতিরক্ষা বাহিনীর গতিবিধি

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে স্পষ্টভাবে তুলে ধরা হয় পুরোনো ইতিহাস যেখানে সাংবাদিকদের অবস্থান বা লাইভ কভারেজের সূত্র ধরে আক্রমণ তীব্র করতে সক্ষম হয়েছিল বিপক্ষ। সেখানে কার্গিলের যুদ্ধ, ২৬/১১ মুম্বই হামলা, কান্দাহার বিমান অপহরণের মতো ঘটনায় অনিয়ন্ত্রিত খবর পরিবেশনকে দায়ী করা হয়েছে।

আরও পড়ুন- রামগড় BSF ক্যাম্পে পাক-ড্রোন হানা, গুলি করে নামাল ভারতীয় সেনা

সব সংবাদমাধ্যম, ডিজিটাল প্ল্যাটফর্ম ও ব্যক্তিগত অ্যাকাউন্টকে এই ধরনের খবর পরিবেশনে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে কেবল্ টেলিভিশন নেটওয়ার্ক ৬(১) ধারার উল্লেখ করে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিরাপত্তা বিভাগের কোনও ধরনের সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপের লাইভ কভারেজ করা যাবে না। সেই সঙ্গে এই ধরনের অপারেশন শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্দিষ্ট মন্ত্রকের তরফে বক্তব্য পেশ না হওয়া পর্যন্ত তার প্রকাশ করা যাবে না।

Latest article