বিজেপির ওড়িশায় নিজের বাড়িতেই গণধর্ষিতা নাবালিকা

মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক কাজও হয়েছে। তাই নারী নিরাপত্তার নিরিখে এই মুহূর্তে নিঃসন্দেহে কাঠগড়ায় বিজেপি সরকার।

Must read

মাত্র কয়েকদিন হয়েছে সরকার গড়েছে বিজেপি (BJP) তার মধ্যেই প্রায় প্রতিদিন খবরের শিরোনামে থাকছে ওড়িশা। নারী নির্যাতন থেকে শুরু করে খুন লেগেই রয়েছে। এবার পুরীতে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। আজ, শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে এই ঘটনায় দু’জনকে ধরা হয়েছে।

আরও পড়ুন-বিধাননগরে আর থামবে না ট্রেন, জানুন সেই তালিকা

সূত্রের খবর, ওই নাবালিকা এক অভিযুক্তর বোনকে তার প্রেমিকের সঙ্গে কথা বলতে মোবাইল দিয়েছিলেন। এই জন্য ওই নাবালিকার প্রতি রাগ ছিল সেই অভিযুক্তর। বোনকে মোবাইল ফোন দিয়ে সাহায্য করার প্রতিশোধ নিতেই এক বন্ধুকে সঙ্গে নিয়ে নাবালিকা ধর্ষণ করে বলে অভিযোগ জানানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পুরীর চন্দনপুর থানার বীরনরসিংহপুর এলাকায় এই নির্মম ঘটনা ঘটে। ওই নাবালিকারা বাবা-মা সেই সময়ে কালীপুজোর বিসর্জন দেখতে গিয়েছিলেন। ঘরে সাত বছরের ভাইকে নিয়ে একা ছিলেন ১৬ বছরের নির্যাতিতা।

আরও পড়ুন-বাংলার শ্রমিকের ফাঁস লাগানো দেহ ওড়িশায়

এই ঘটনা প্রসঙ্গে পুরীর পুলিশ সুপার প্রতীক সিং জানিয়েছেন, ঘরে অভিভাবকরা না থাকার সুযোগ কাজে লাগিয়েই ওই দুই যুবক ঘরে জোর করে ঢুকে ধর্ষণ করে। তিনি আরও জানান, অভিযোগ দায়ের হওয়ার পরেই দুই যুবককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শনিবার মেয়েটির মেডিক্যাল টেস্ট করা হয়। জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে নির্যাতিতার দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। এক অভিযুক্তর বোনের সঙ্গে একজনের সম্পর্ক আছে। সে যাতে ওই কিশোরের সঙ্গে কথা বলতে পারে তাই তাঁকে নিজের মোবাইল ফোন দিয়েছিলেন ওই নাবালিকা। এর ফলেই এই নৃশংস পরিণতির শিকার হলেন তিনি।

আরও পড়ুন-দক্ষিণ দিনাজপুরে ছয়ে ৬ তৃণমূলের কর্মিসভায় ডাক চন্দ্রিমার

অন্যদিকে ময়ূরভঞ্জ এলাকাতেও দুই নাবালিকাকে পাঁচ জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠে এসেছে। অভিযুক্তদের মধ্যে তিন জনকে গ্রেফতার করা হয়েছে তবে বাকিরা পলাতক। ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওডিশায় অপরাধের মাত্রা অনেকাংশে বেড়েছে এই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। মহিলারা যে আর কেউ সেখানে সুরক্ষিত নয় বলেও অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে। গত কয়েকদিনে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে ওডিশায়। মহিলাদের বিরুদ্ধে অপরাধমূলক কাজও হয়েছে। তাই নারী নিরাপত্তার নিরিখে এই মুহূর্তে নিঃসন্দেহে কাঠগড়ায় বিজেপি সরকার।

 

 

Latest article