রাষ্ট্রপতি শাসনের মধ্যেই নাবালিকা ধর্ষণ এবং খুন অব্যাহত মণিপুরে (manipur)। কোন কিছুতেই শান্ত হচ্ছে না মণিপুর (manipur)। এক নাবালিকা গত শুক্রবার থানলন মহকুমা অঞ্চলের জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। নাবালিকার বাবা তাকে খুঁজতে বেরিয়ে জঙ্গলে পোশাকবিহীন অবস্থায় তার রক্তাক্ত দেহ দেখতে পান।
আরও পড়ুন- এবার বাড়িতে ঢুকে খুনের হুমকি সলমনকে, শুরু তদন্ত
পুলিশে অভিযোগ করেন নাবালিকার বাবা। এরপর খোকন নামে এক গ্রাম থেকে এই ধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক মণিপুরের ফেরজাউল জেলার বাসিন্দা।
একের পর এক ধর্ষণের ঘটনা এটাই প্রমাণ করে যে প্রশাসন সে রাজ্যের মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ৩ মাসে এই নিয়ে তৃতীয়বার ধর্ষণের ঘটনা ঘটল চুড়াচাঁদপুরে।