হরিয়ানায় শিশুকন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ-খুন! বিজেপি ‘মেরুদন্ডহীন’ তোপ তৃণমূলের

Must read

বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী ও শিশুদের ওপর অত্যাচার দিনের পর দিন বেড়েই চলেছে। বিজেপি নেতারা বক্তৃতা দিতে ভালোবাসে কিন্তু কাজের বেলায় শূন্য। ‘ডবল ইঞ্জিন’ প্রকৃতপক্ষে শিশু ও নারীদের ওপর অত্যাচারের ঘটনা চিত্রিত করে। এবার এক শিশু কন্যাকে (Minor girl raped) ধর্ষণের এবং খুন করা হয়ছে হরিয়ানায়। এই ঘটনায় বিজেপি সরকারকে মেরুদন্ডহীন বলে তোপ দেগেছে তৃণমূল।

শনিবার রাতে নুহ জেলার পিনগওয়াঁ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় বছর তিনেকের শিশুর। শিশুর (Minor girl raped) পরিবারের অভিযোগ, ওইদিন বিকেলে বাড়ির সামনেই খেলা করার সময় শিশুটিকে বিকেল ৪টে নাগাদ স্থানীয় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। তার পর থেকে শিশুটি আর বাড়ি ফেরেনি। অভিযোগ, বাড়ির সামনে থেকে শিশুটিকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ এবং খুন করা হয়। শিশুর পরিবারের দাবি, ঝোপের ধারে শিশুটির দেহ পড়েছিল। সারা গায়ে ছিল চাপ চাপ রক্তের দাগ, হাত এবং পা ভাঙা অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ রাত এগারোটায় ঘটনাস্থলে যায়। পুলিশ ধর্ষণের প্রমান পেয়েছে বলে জানিয়েছে।

আরও পড়ুন-বিধায়কদের হাজিরা নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, বার্তা দিলেন শৃঙ্খলা রক্ষারও

পিনগওয়াঁর এসএইচও সুভাষ চাঁদ জানিয়েছেন, রবিবার মারোরা গ্রামের কাছ থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

এই ঘটনায় বিজেপির ডবল ইঞ্জিন সরকরকে তোপ দেগেছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, “বিজেপি নিজেকে নারী সুরক্ষার পতাকাবাহী হিসাবে উপস্থাপন করতে ক্লান্ত হয় না। বিজেপি সব সময় ভালমানুষের মুখোশ পরে থাকে। হরিয়ানার নুহতে একটি সাড়ে তিন বছরের কন্যাকে ভয়ঙ্কর ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ‘ডাবল ইঞ্জিন’ প্রকৃতপক্ষে চিত্রিত করে যে, নারী ও শিশুদের ওপর নৃশংসতা দ্বিগুণ। তারা বক্তৃতা দিতে ভালোবাসে, কিন্তু যখন কর্মের কথা আসে, তখন তারা মেরুদন্ডহীন, হৃদয়হীন এবং জটিল!”

Latest article