নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, রেলকর্মীকে পিটিয়ে মারা হল ট্রেনেই

মা ওয়াশরুম থেকে ফিরলে কাঁদতে কাঁদতে তাঁকে সবকিছু জানায় কিশোরীটি। ওই মহিলা তখন বিষয়টি জানান তাঁর স্বামী, শ্বশুর এবং সহযাত্রীদের।

Must read

প্রতিবেদন: এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগে ট্রেনের মধ্যেই রেলকর্মীকে পিটিয়ে মারল উত্তেজিত যাত্রীরা। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বুধবার রাতে যোগীরাজ্যের লখনউতে দিল্লিগামী হামসফর এক্সপ্রেসে। প্রাথমিক তদন্তের পরে জিআরপি জানিয়েছে, বিহারের সিওয়ান থেকে সপরিবারে ওই ট্রেনের এসি থ্রিটায়ার কামরায় উঠেছিল ওই কিশোরী। সেই কামরাতেই ছিলেন রেলের এক গ্রুপ ডি কর্মী। কিশোরীটিকে তাঁর আসনে বসতে বলেন ওই যাত্রী। অভিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ কিশোরীর মা শৌচাগারে গেলে সেই সুযোগে তার শ্লীলতাহানি করেন ওই রেলকর্মী।

আরও পড়ুন-গেরুয়া ত্রিপুরায় নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার বিজেপি পঞ্চায়েত প্রধানের ছেলে-সহ ২

মা ওয়াশরুম থেকে ফিরলে কাঁদতে কাঁদতে তাঁকে সবকিছু জানায় কিশোরীটি। ওই মহিলা তখন বিষয়টি জানান তাঁর স্বামী, শ্বশুর এবং সহযাত্রীদের। ট্রেন আইশবাগে পৌঁছানোমাত্র অভিযুক্তকে ঘিরে ধরে শুরু হয় গণধোলাই। কানপুর সেন্ট্রাল স্টেশনে ট্রেন পৌঁছালে নেতিয়ে পড়েন অভিযুক্ত রেলকর্মী। জিআরপির হাতে তুলে দেওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সব শেষ। মৃত্যু হয় রেলকর্মীর। তাঁর পরিবারের কিন্তু অভিযোগ, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তাঁকে। খুনের অভিযোগ এনেছেন কিশোরীর পরিবারের বিরুদ্ধে। আসল ঘটনা ঠিক কী তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Latest article