নির্মম! বাইরে তো ছাড়, যোগীরাজ্যে ঘরের ভিতরেও সুরক্ষিত নয় শিশু কন্যারা। নারী সুরক্ষা শব্দটাই যে ভিত্তিহীন সেই নজির আবারও দেখা গেল উত্তরপ্রদেশে। বরেলির (Bareili) বাসিন্দা ১১ বছরের নাবালিকা বহুদিন ধরেই যৌন নিগ্রহের শিকার হচ্ছিলেন নিজের বাড়িতে। কিন্তু কাকপক্ষীতেও টের পায়নি মেয়েটির অসহায়তার কথা। কিন্তু এভাবে বার বার ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েন নাবালিকা। আশ্চর্যের বিষয় তাতেও ঘটনাটি নজরে পড়েনি পরিবারের সদস্যদের। হঠাৎ মেয়েটি সন্তান প্রসব করায় বিষয়টি প্রকাশ্যে আসে ও থানায় অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন-জন্মদিনের পার্টিতে ২০ বছরের তরুণীকে গণধর্ষণ ঘিরে চাঞ্চল্য
নাবালিকাকে একাধিকবার ধর্ষণ এবং ব্ল্যাকমেইল করার অভিযোগে রশিদ নামে ৩১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মেয়েটির উপর বহুদিন ধরে যৌন নিগ্রহ চালানোর অভিযোগে ৩১ বছরের এই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। দুই সন্তানের বাবা ওই ব্যক্তি সম্পর্কে নাবালিকার আত্মীয় বলেই জানা গিয়েছে। বহু দিন ধরেই ভয় দেখিয়ে শিশুকন্যাকে ধর্ষণ করেছে সে বলে অভিযোগ।
আরও পড়ুন-নজিরবিহীন! সার্জারি ছাড়াই ২৩ মাসের শিশুর মেরুদণ্ডের পুঁজ সরিয়ে ফিরল জীবন
অন্যদিকে নাবালিকা গর্ভধারণের ছয় মাসের মধ্যে সন্তানের জন্ম দেন। শিশুটি প্রি-ম্যাচিওর ও অনেকরকম সমস্যা হওয়ায় জন্মের কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু হয়। নাবালিকাকে এর পরেই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার বয়ান নিয়েছে তদন্তকারীরা। নবাবগঞ্জ স্টেশন হাউস অফিসার জানিয়েছেন শুক্রবার রশিদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের সঙ্গে মিলিয়ে দেখতে মৃত শিশুটির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার মেয়েটি পেটে ব্যথা বলায় পরিবার তাঁকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে গেলে জানা যায় যে মেয়েটি গর্ভবতী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সন্তান প্রসব করেন তিনি। পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে মেয়েটি রশিদের কথা বলেন। জানা যাচ্ছে, রশিদ একটি ভিডিয়ো তুলে রেখে ব্ল্যাকমেল করত। নাবালিকাকে হুমকি দেওয়া হয় যে কাউকে বললে তার পরিবারকে মেরে ফেলা হবে। অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে নিজের ঘরেই যদি এভাবে নারী ও শিশুরা সুরক্ষিত না থাকে তবে গোটা রাজ্যের মহিলাদের নিরাপত্তা যে একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই।