সিরিয়ার হত্যালীলায় ‘টার্গেট’ সংখ্যালঘুরাই

সিরিয়ার মোট জনসংখ্যার মাত্র ১২ শতাংশ আলওয়াইটরা। কিন্তু ধর্মীয় সংখ্যালঘু এই গোষ্ঠীটি আসাদের আমলে বেশ ক্ষমতাশালী হয়ে উঠেছিল।

Must read

প্রতিবেদন: গত কয়েকদিনে সিরিয়ার নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু আলওয়াইট সম্প্রদায়ের কয়েকশো নাগরিককে হত্যা করেছে। এটি ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদের সম্প্রদায় বলে পরিচিত। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, গত শুক্র ও শনিবার পশ্চিম উপকূলে আলওয়াইট সম্প্রদায়কে লক্ষ্য করে ‘নির্বিচার হত্যাকাণ্ডে’ ৮৩০ জন অসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আরও পড়ুন-অসৎ উদ্দেশ্য! ললিত মোদির পাসপোর্ট বাতিল

সিরিয়ার রক্তক্ষয়ী সংঘাতে প্রতিশোধ-হত্যার শিকার হচ্ছে আলওয়াইট নামে এক সংখ্যালঘু শ্রেণি, যাদের বাস মূলত সিরিয়ার উপকূলবর্তী এলাকা লাটাকিয়া এবং টারটসে। কয়েকদিন ধরেই সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এই মানুষদের উপর লাগাতার হামলা চালানো হচ্ছে। অভিযোগ উঠছে যে, পরিচয়পত্র দেখে বেছে বেছে খুন করা হচ্ছে আলওয়াইটদের। প্রত্যক্ষদর্শীদের দাবি, যে সমস্ত গ্রামে আলওয়াইটদের বাস, সেখানে মৃতদেহ স্তূপাকার হয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। এমনকী স্থানীয়দের দেহ নিতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
সিরিয়ার মোট জনসংখ্যার মাত্র ১২ শতাংশ আলওয়াইটরা। কিন্তু ধর্মীয় সংখ্যালঘু এই গোষ্ঠীটি আসাদের আমলে বেশ ক্ষমতাশালী হয়ে উঠেছিল। আসাদ নিজে এই গোষ্ঠীর সদস্য হওয়ায় তাঁর আমলে প্রশাসন এবং সামরিক বিভাগের গুরুত্বপূর্ণ পদে ঠাঁই পেতে থাকেন আলওয়াইটরা। আসাদ জমানা শেষ হতেই পলাতক রাষ্ট্রপ্রধানের গোষ্ঠী হওয়ার কারণে প্রাণ দিতে হচ্ছে এই সম্প্রদায়ের সাধারণ মানুষকে।

Latest article