যোগ্যশ্রীতে সুযোগ সংখ্যালঘু-সাধারণ মানুষেরও

এদিন নিজের এক্স হ্যান্ডেল মারফত তিনি জানিয়েছেন, এই প্রকল্পে এবার সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটেগরি ছাত্রছাত্রীদেরও যুক্ত করা হবে।

Must read

প্রতিবেদন : পিছিয়ে পড়া শ্রেণির পড়ুয়াদের ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং প্রবেশিকার জন্য প্রস্তুত করতে রাজ্য সরকারের চালু করা যোগ্যশ্রী প্রকল্পের সুযোগ এবার পাবেন সাধারণ পড়ুয়ারাও। মঙ্গলবার নিজেই এই সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের এক্স হ্যান্ডেল মারফত তিনি জানিয়েছেন, এই প্রকল্পে এবার সংখ্যালঘু, ওবিসি এবং জেনারেল ক্যাটেগরি ছাত্রছাত্রীদেরও যুক্ত করা হবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জানাতে গর্ব হচ্ছে যে, আমাদের ‘যোগ্যশ্রী’ প্রকল্প, যাতে আমরা রাজ্যের তফসিলি জাতি উপজাতির ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছি, তা আমাদের ছেলেমেয়েদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে খুবই কাজে লাগছে। প্রকল্পের বিপুল সাফল্যে উৎসাহিত হয়ে এটাকে আমরা আরও বড় আকারে করছি। এখন একাদশ শ্রেণি থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এতে ছেলেমেয়েরা আরও ভালভাবে প্রস্তুতি নিতে পারবে।

আরও পড়ুন-মানিকতলার ভোট নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী

জয়েন্ট এন্ট্রান্স, নিট পরীক্ষার পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতির ছেলেমেয়েদের সরকারি চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণও দেওয়া হয় এই প্রকল্পে। এতদিন রাজ্যে মোট ৪৬টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বছরে ২,৩০০ জন শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ বিনামূল্যে দিচ্ছিল সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যজুড়ে মোট ৫০টি সেন্টার খোলা হয়েছে। একাদশ শ্রেণি থেকেই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।
এই প্রকল্প কতটা সফল তার একটা খতিয়ানও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ২০২৪ সালের পরীক্ষাতেই ‘যোগ্যশ্রী’ ছেলেমেয়েরা জেইই (অ্যাডভান্সড) পরীক্ষায় ২৩টি র‍্যাঙ্ক (১৩টি আইআইটি র‍্যাঙ্ক-সহ), জেইই (মেইন)-এ ৭৫টি র‍্যাঙ্ক, ডব্লুবিজেইই-এ ৪৩২টি র‍্যাঙ্ক এবং এনইইটি-এ ১১০টি র‍্যাঙ্ক পেয়েছে। এইসব কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ফলাফল আগের বছরের ফলাফলের চেয়েও অনেক ভাল। মমতার আশা, এই প্রকল্পের মাধ্যমেই পিছিয়ে পড়া শ্রেণির ছেলেমেয়েরা আরও অনেক বেশি সংখ্যায় ইঞ্জিনিয়ার এবং ডাক্তার হতে পারবে।

আরও পড়ুন-এপ্রিল থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন সব সরকারি কর্মচারীরাই

‘যোগ্যশ্রী’-তে ছ’মাসের কোর্স হয়। সপ্তাহে তিনদিন করে ক্লাস করানো হয় এবং ক্লাসের সময়সীমা চার ঘণ্টা। জয়েন্ট, নিট ছাড়াও ব্যাঙ্ক, রেল, পোস্ট অফিস, পুলিশ-সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ব্যবস্থাও করা হয় এই প্রকল্পে।

Latest article