সংবাদদাতা, ঝাড়গ্রাম : কলকাতার মিলন সমিতির মাঠে খেলে নির্বাচকদের নজর কেড়েছে জঙ্গলমহলের তরুণ ফুটবলার মিন্টু মাহাতো। মিন্টু এবার এরিয়ান্স ফুটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিয়ে কলকাতার ময়দান দাপিয়ে বেড়ানোর অপেক্ষায়। ঝাড়গ্রামের রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা মিন্টু (Mintu Mahato)। বাবা সজল মাহাতোর কাছেই ফুটবলের প্রাথমিক তালিম। নয়াগ্রাম গভর্নমেন্ট মডেল স্কুলে পড়াশোনা করার পাশাপাশি ফুটবল হয়ে ওঠে তার প্রিয় খেলা। জেলা ছাড়াও সে বাঁকুড়া ও পুরুলিয়ার বিভিন্ন প্রতিযোগিতায় খেলে এসেছে। গত ২৭ মার্চ ঝাড়গ্রাম স্টেডিয়ামে নির্বাচিত হয়ে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য কলকাতার মিলন সমিতির মাঠে চূড়ান্ত নির্বাচনে আসার সুযোগ পায়। ৭ এপ্রিল সেই প্রশিক্ষণ শিবিরে এরিয়ান্স ক্লাব তাকে নির্বাচিত করে। এরিয়ান্স ফুটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পর কলকাতার ফুটবল ময়দান দাপাবে জঙ্গলমহলের এই উদীয়মান ফুটবলার। মিন্টু (Mintu Mahato) এবার নয়াগ্রামের বড়খাঁকড়ি অঞ্চল জনকল্যাণ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এর আগে জঙ্গলমহলের সাঁকরাইলের আদিবাসী মহিলা ফুটবলার মমতা হাঁসদা গ্রামের মাঠ থেকে জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে।