প্রত্যাবর্তনেই সোনা জিতে চমক চানুর

Must read

আমেদাবাদ, ২৫ অগাস্ট : প্যারিস অলিম্পিকের পর থেকেই চোটে ভুগছিলেন। তার জন্য কোনও টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি। তবে সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতে প্রত্যাবর্তন মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন মীরাবাই চানু (Mirabai Chanu)।
মেয়েদের ৪৮ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৯৩ কেজি ওজন তুলে সোনা ছিনিয়ে নেন ৩১ বছর বয়সি ভারতীয় ভারোত্তোলক। এদিন ছ’টির মধ্যে মাত্র তিনটি লিফট সফলভাবে করতে পেরেছেন চানু। ৮৪ কেজি ওজনের প্রথম স্ন্যাচ তুলতে পারেননি চানু। সেই সময় তাঁর ডান হাঁটুকে সামান্য অস্বস্তিও লক্ষ্য করা গিয়েছে। যদিও শেষ পর্যন্ত বাজিমাত করেন। চানুর পর দ্বিতীয় স্থানে শেষ করে রুপো জিতেছেন মালয়েশিয়ার আইরিন হেনরি। তিনি মোট ১৬১ কেজি ওজন তুলেছেন। ব্রোঞ্জ পেয়েছেন ওয়েলসের নিকোল রবার্টস। তিনি মোট ১৫০ কেজি ওজন তুলেছেন।

আরও পড়ুন- মেয়েদের এএফসি-তে জয় লাল-হলুদের

প্রসঙ্গত, ২০২০ টোকিও অলিম্পিকে ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছিলেন চানু (Mirabai Chanu)। তবে প্যারিসে চতুর্থ স্থানে শেষ করেন। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ৪৯ কেজির বদলে ৪৮ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারই প্রস্তুতি তিনি নিতে শুরু করে দিলেন।

Latest article