এমআইএস প্রকল্পে টাকা রাখার নিরিখে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। যদিও এদিক থেকে বহু পিছিয়ে রয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, গুজরাত। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে জানালেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় এমআইএস প্রকল্পে টাকা রাখার গ্রাহক সংখ্যা ৭ লক্ষ ৩৭ হাজার ৩৭৩ জন এবং শহরাঞ্চলে ২০ লক্ষ ৩৯ হাজার ৭২৭ জন।
আরও পড়ুন-সংসদে তৃণমূল কংগ্রেসের প্রশ্ন শূন্যপদ: অভিষেকের প্রশ্ন
এমআইএসে গুজরাতে গ্রামীণ এলাকার গ্রাহক সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার ১৬৪ জন, শহরাঞ্চলে ৬ লক্ষ ৮৪ হাজার ৯০৮ জন। উত্তরপ্রদেশে এই পরিসংখ্যান ১ লক্ষ ১৫ হাজার ৮৩৬ এবং ৬ লক্ষ ৬ হাজার ৪৪৯ জন। পঙ্কজ চৌধুরী জানান, সারা দেশের গ্রামীণ এলাকায় এমআইএস প্রকল্পে অ্যাকাউন্ট রয়েছে ১৯ লক্ষ ৯৪ হাজার ৪০৮ জনের, শহরাঞ্চলে এমআইএসে টাকা রয়েছে ৭৪ লক্ষ ১৮ হাজার ৫ জনের।