লিলুয়ার (Liluah) টিএল জয়সওয়াল হাসপাতালে শিক্ষানবিশ নার্সদের কটুক্তি ও শ্লীলতাহানির চেষ্টা। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্রের উদ্যোগে দ্রুত গ্রেফতার হয় অভিযুক্ত ব্যক্তি। বুধবার এই ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পুলিশের তরফে খবর, ধৃতের নাম চন্দ্রশেখর মন্ডল(৪২)। লিলুয়ার ভট্টনগরে তার বাড়ি। হাসপাতাল ভর্তি থাকা এক আত্মীয়কে দেখতে এসে সেখানকার শিক্ষানবিশ নার্সদের সঙ্গে চন্দ্রশেখর অভব্য আচরণ করে বলে অভিযোগ। বিষয়টি শিক্ষানবিশ নার্সরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানাতেই দ্রুত পদক্ষেপ নিতে উদ্যোগী হয় হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন-জঙ্গলমহলে উদ্বোধন হল রাস্তা ও জলপ্রকল্পের
এরপরেই অভিযুক্ত চন্দ্রশেখরকে অশালীন আচরণ, কটুক্তি ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দ্রুত গ্রেফতার করে পুলিশ। টিএল জয়সওয়াল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও যুব তৃণমূল নেতা কৈলাশ মিশ্র অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠীর সঙ্গে ও নিরাপত্তার ব্যবস্থা নিয়েও পুলিশকর্তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি হাসপাতালের সুপার ও সেখানকার শিক্ষানবিশ নার্সদের সঙ্গেও কথা বলেন তিনি।
এই মর্মে কৈলাশ মিশ্র জানান, ‘এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশের সঙ্গে কথা বলেছি। হাসপাতাল চত্বরে এই ধরনের ঘটনার যাতে আর পুর্ণরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। হাসপাতাল চত্বরে অবাঞ্ছিত লোকজনদের যাওয়াআসা বন্ধ করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ হাওড়া সিটি পুলিশের যুগ্ম কমিশনার কে শবরী রাজকুমার জানান, ‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’