সংবাদদাতা, স্বরূপনগর : সাতসকালে শ্যুট আউট উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। ঘটনায় মৃত এক। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি দেখে খোঁজ চলছে দুষ্কৃতীদের। বুধবার সকালে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া বড়পোল এলাকা দিয়ে যাচ্ছিলেন ইসারুল গাজি (৩৩)। সেই সময় হঠাৎই পিছন দিক থেকে দুটি মোটরবাইকে ৬ দুষ্কৃতী এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই যুবক। দুষ্কৃতীরা যুবকের গায়ে থাকা জ্যাকেট খুলে নিয়ে চম্পট দেয়।
আরও পড়ুন-ফাল্গুনেই বৈশাখের আমেজ, পুড়ছে বাংলা
স্থানীয়রা সেইসময় তাঁকে উদ্ধার করে স্বরূপনগর শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে আসে পুলিশ। দুষ্কৃতীরা ওই যুবকের পূর্ব পরিচিত বলেই অনুমান করা হচ্ছে। তবে বেশ কিছু প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। গা থেকে রক্তাক্ত জ্যাকেট কেন খুলে নিয়ে গেল দুষ্কৃতীরা? তবে কি কোনও দামি জিনিস ছিল ওই জ্যাকেটের পকেটে? নাকি ওই যুবকের সঙ্গে থাকা কোনও জিনিস ছিনিয়ে নেওয়ার জন্যই এই হামলা? ওই ৬ দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।