প্রতিবেদন : নোটিশে লেখা ছিল সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে রাত সাড়ে ১২টা নাগাদ। সেইমতো রবিবার রাত ১২টার কিছু পরেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছিলেন মানেকা গম্ভীর। সঙ্গে আইনজীবী। কিন্তু পৌঁছে দেখলেন মূল ফটক তালাবন্ধ। নোটিশের কথা শুনে রক্ষী গেট খুলে দিলে লিফটে উঠে মানেকা পৌঁছে যান ইডি দফতরে।
আরও পড়ুন-রায়দিঘিতে ভাঙল বাঁধ
কিন্তু কোথায় কী! অফিস বন্ধ। কোথাও কেউ নেই। কিছুক্ষণ অপেক্ষার পরে ফিরে যান তিনি। আসলে এএম-পিএম বিভ্রাট। ভুল স্বীকার করে ইডি জানায়, পিএম-এর বদলে এএম লেখা হয়ে গিয়েছিল। আসলে সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মানেকার উপস্থিতি চেয়েছিল ইডি। ভুল শুধরে ফের নোটিশ দিয়ে মানেকাকে তলব করা হয়। সেই অনুযায়ী সোমবার দুপুরে আবার ইডি অফিসে যান তিনি। জিজ্ঞাসাবাদ করা হয় প্রায় ৭ ঘণ্টা ধরে। কিন্তু এরই মধ্যে কলকাতা হাইকোর্টে ইডির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে মামলা দায়ের করা হয় মানেকার পক্ষ থেকে।