হিসেব চাইতেই গায়েব ডাক্তারদের ওয়েবসাইট

এবার এক-এক করে কুকীর্তি সামনে আসছে। তাই ওয়েবপেজ না সরালে বিপদ আরও দ্রুত ঘনিয়ে আসতে পারে তা আঁচ করেই গায়েব করে দেওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : আন্দোলনের নামে পরিকল্পনা করে টাকা তোলা হয়েছিল। যার কোনও হিসেব দেওয়া হয়নি। টাকার উৎস ও ব্যবহারের প্রশ্ন তোলায় উত্তর তো দিতেই পারেনি, এবার জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ওয়েবসাইটিও গায়েব হয়ে গেল। সেটির কোনও অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েক কোটি টাকা দুর্নীতির আঁচ সকলেই পেয়েছিলেন। বিশেষ করে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (পিএইচএ) আসার পর থেকেই জুনিয়র ডাক্তারদের আর্থিক অনিয়ম ও তাঁদের কর্মকাণ্ড নিয়ে একের পর এক প্রশ্ন তুলেছে। যার কোনও সদুত্তর নেই জেডিএফের কাছে। ফলে এই পেজ গায়েব হওয়ারই ছিল। বক্তব্য পিএইচএ-র সম্পাদক করবী বড়ালের। ক্রাউড ফান্ডিংয়ের নামে বেশ কয়েকটি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকেছে। জেডিএফের হর্তা¬¬-কর্তা-বিধাতারা সেই অ্যাকাউন্ট দেখভাল করত। ফলে যা ইচ্ছে তাই হয়েছে। কেউ প্রশ্ন করতে গেলেই ধমকে থামিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-দিনের কবিতা

এবার এক-এক করে কুকীর্তি সামনে আসছে। তাই ওয়েবপেজ না সরালে বিপদ আরও দ্রুত ঘনিয়ে আসতে পারে তা আঁচ করেই গায়েব করে দেওয়া হয়েছে। কিন্তু ওয়েবপেজ গায়েব করে কি আর অপরাধ ধামাচাপা দেওয়া যায়! ইতিমধ্যেই পুলিশের নজরে এসেছে গোটা বিষয়টি। তারা নিজেদের মতো করে খোঁজখবর করছে। একটা সময় মিডিয়ার সামনে বলা হয়েছিল, নির্যাতিতার পরিবারকে সাহায্য, আইনি লড়াই ও আন্দোলন করতে এই টাকা ব্যবহার করা হবে। কার্যক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন এর কোনওটাই করেনি। শুধুমাত্র নিজেদের স্বার্থে সেই টাকার ব্যবহার হয়েছে। নয়ছয়ও হয়েছে। যার কোনও হিসেব নেই, অডিট নেই। ফলে এবার পেজটাই ভ্যানিশ!

Latest article