প্রতিবেদন: মিশনে যাচ্ছি। যা হবে সব খবরাবর দেব— আগের রাতেই বন্ধুকে ফোনে জানিয়েছিলেন ল্যান্সনায়েক দীনেশ শর্মা। কিন্তু এল দীনেশের মৃত্যুর দুঃসংবাদ। পুঞ্চে সেনার এফডি রেজিমেন্টে কর্মরত জওয়ান দীনেশ প্রাণ হারালেন পাক সেনার ছোঁড়া গোলায়। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান ক্রমাগত সংঘর্ষবিরতি লঙ্ঘন করায় সেখানে মোতায়েন করা হয়েছিল ৫ এফডি রেজিমেন্ট।
আরও পড়ুন-গ্রাম ছেড়ে পালাচ্ছেন কাশ্মীরিরা
সেই রেজিমেন্টেরই জওয়ান দীনেশ শর্মা। মঙ্গলবার মাঝরাতে প্রত্যাঘাত করে পাক অধিকৃত কাশ্মীর এবং পাক-পাঞ্জাবের ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বাহিনী। তারপরেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি,আখনুর এবং বারামুলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ শুরু করে পাকসেনা। প্রাণ হারান ১৩ জন। পাকগোলায় গুরুতর জখম হন ল্যান্সনায়েক দীনেশ শর্মা। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বাড়িতে বৃদ্ধ বাবা, অন্তঃসত্ত্বা স্ত্রী এবং ৮ বছরের ২ সন্তান।