গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা, তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

Must read

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে হেনস্থার শিকার তৃণমূলের (TMC) ২ মহিলা সাংসদ। অভিযোগ শতাব্দী রায় (Shatabdi Ray) ও মিতালি বাগকে ধাক্কা দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও BJP সাংসদ রভনীত বিট্টু। এর প্রতিবাদে সংসদের বাইরে এসে ক্ষোভ উগরে দেন মিতালি।

কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫- বুধবার লোকসভায় এই তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই সংশোধন অনুযায়ী, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে।

আরও পড়ুন-মহারাষ্ট্রে বাংলায় কথা বলতেই তাড়া শ্রমিকদের, পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

তৃণমূল-সহ বিরোধী শিবির বিলটির তীব্র বিরোধিতা করে। বিরোধী জোটের বক্তব্য, এটা অবিজেপিশাসিত নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত। বিল পেশের পরেই বিরোধীদের প্রতিবাদে তুমুল হৈহট্টগোল শুরু হয় সংসদে। ছিঁড়ে ফেলা হয় বিলের কপি। অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। অভিযোগ, সেই সময়ই তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী ও মিতালি বাগ ধাক্কা দেওয়া হয়। মিতালি বাগের অভিযোগ, কিরেন রিজিজু ও রভনীত বিট্টুর তাঁদের ধাক্কা দেন। এটি গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা। বিজেপির মহিলা বিদ্বেষের এক উদাহরণ বলে অভিযোগ রাজনৈতিক মহলের।

Latest article